ঈদ মুবারাক ডিজাইন ।
সোস্যাল মিডিয়া, মেসেঞ্জার কিংবা ঈদ কার্ড সর্বত্র হরেক রকমের ”ঈদ মুবারক” শব্দের নানা রকম রংয়ের বা ঢংয়ের ডিজাইন ব্যবহার হচ্ছে ইদানিং কালে। কারটা কত ইউনিক আর ব্যতিক্রম হলো সেটা নিয়ে সবাই ব্যস্থ। ঈদের আগে বিভিন্ন রকমের ফটো বা এনিমেশন মেসেজে অামাদের নাভিশ্বাস উঠে। তবুও আমরা মেনে নেই যখন দেখি কারো কারো পাঠানো সে বিশেষ মেসেজটি মনের মত ডিজাইন করা।
Eid Mubarak by #safatcalligraphy |
আমি মাঝে মাঝে চেষ্টা করি কিছু ডিজাইন আকতে। রামাদ্বানের ক্যালেন্ডার ডিজাইন দিয়েছি। অনেকের লগো তৈরি করে দিয়েছি। কাউকে প্রচ্ছদ অংকন করে দিয়েছি। আবার অনেককে তার উইশ কার্ড এর ডিজাইনও দিয়েছি।
এদেশে ভালো অংকন শিল্পীর এখনো মোটামোটি কদর আছে। তবে ক্যালিগ্রাফী শিল্পীর খুব একটা মুল্যাায়ন নাই। তাই শিল্পের এ সেক্টরটি খুব বেশি আগাতে পারেনি। তুরস্ক ও ইরানে ক্যালিগ্রাফীর মুল্যায়ন অনেক বেশি। ক্যালিগ্রাফী মুলত ইসলামী সংস্কৃতির একটি অংশ। তাই এ শিল্পকে তথাকতিত সুশীলরা সাইট দিতে নারাজ।
সম্মিলিত চেষ্টা অব্যাহত রাখতে পারলে এবং ক্যালিগ্রাফী শিল্পীদের মধ্যেকার দুরত্ব কমিয়ে আনতে পারলে আশা করা যায় কিছু একটা করা সম্বব । কিন্তু সাম্প্রাতিক দেখতে পাচ্ছি কিছু ক্যালিগ্রাফী শিল্পীরা নিজেদের মধ্যে কাদা ছুড়াছুড়ি করছেন যা এ অঙ্গনের জন্য মোটেই সুখকর নয়।
প্রবীনদের আরো উদার হতে হবে। নবীনদের হতে হবে শ্রদ্ধাশীল। প্রবীণ ও নবীনের মধ্যে শিল্লের লেনদেন সুন্দর না হলে শিল্পের এ অঙ্গন একদিন মুছে যাবে এদেশের শিল্পাঙ্গণ থেকে।
আসুন আমরা কাজ করি এক সাথে।
বাংলাদেশে ক্যালিগ্রাফী শিল্পকে অনেক দূর এগিয়ে নিয়ে যাই ।
No comments
Thank You For your Comments.