ভারত খেদাও; একটা যুদ্ধ লাগবে- আবু সালেহ ইয়াহহিয়া
এ যুদ্ধের প্রধান বাধা হবে আওয়ামীলীগ। তাদের জঙ্গী শাখা ছাত্রলীগ। কারণ এদেরকে পোষ মানিয়েই নিজেদের কাজ আদায় করে নিচ্ছে ভারত। আর এ জন্যই বিনা ভোটের এ দলকে জোর করে ক্ষমতায় বসিয়ে রেখেছে তারা।
১০ লাখ ভারতীয় উচ্চ পদ দখল করে কাজ করছে বাংলাদেশে!!! আরো ২০ লাখ কাজ করে অবৈধভাবে। বৈধভাবে কাজ করে ১০ লাখ লোক বৈধভাবে ভারতে পাঠিয়েছে ১০ বিলিয়ন ডলার। এই ১০ লাখ ভারতে যাওয়া আসা করার সময় নিয়ে গেছে কত? কম হলেও আরো ৫ বিলিয়ন ডলার।
আর অবৈধভাবে কাজ করা বাকি ২০ লাখে কত পাঠিয়েছে তাহলে??? হিসেব কেউ জানেনা।
চিন্তা করতে পারেন? ভারতের মত বিশাল রাষ্ট্রের মোট রেমিটেন্স আয়ের চতুর্থ উৎস বাংলাদেশের মত রাষ্ট্র; যার তরুনরা বেকারত্বের দাবানলে পুড়ছে প্রতিনিয়ত।
আমার দেশের গ্রাডুয়েট পাশ যুবক চাকুরি না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। তারপরও যতটুকু সুযোগ আছে তাও কোটা প্রথার নামে ভাগিয়ে নিচ্ছে নির্দিষ্ট একটি গোষ্টী। বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে গিয়ে প্রতিদিন মার খাচ্ছে প্রতিবাদী তরুণরা। মেধাবীরা দেশে কোন ভবিষ্যত না দেখে বিদেশে পাড়ি জমাচ্ছে নিয়মিত।
সারা বিশ্বে চতুর্থ শ্রেণীর কামলা খেটে বাংদেশীরা দেশে পাঠাচ্ছে মাত্র ১৩ বিলিয়ন ডলার। আর শুধু ভারতই নিয়ে যাচ্ছে ২০ বিলিয়ন ডলার কিংবা তারও বেশি।
দেশের টাকা যদি দেশে রাখা না যায়, বিদেশ থেকে পাঠানো টাকা দিয়ে কিভাবে সচল থাকবে দেশের উন্নয়নের চাকা?
জাতির হে তরুণেরা!! কোটা বৈষম্যের মত এই অন্যায়ের গভীরতা কবে বুঝবে তোমরা? কবে জাগবে তোমরা?? তোমরা জাগলেই জাগবে জাতি, বাঁচবে দেশ। বাঁচবে দেশের সম্পদ।
গভীর এই অমানিশার মাঝেও আমি আশাবাদী, একদিন 'ভারত খেদাও আন্দোলন' হবেই। হয় সরবে না হয় নীরবে !!!
No comments
Thank You For your Comments.