Civilization-Culture & Confliction Vs Globalization : Bangladesh
Ahsan Habib Imruz
- ১. লক্ষীপেঁচা
- ২. হাতি।
- Japan
এর বিজ্ঞানী → রসায়নে নোবেল বিজয়ী → Air Port এ এসে বলেন → নোবেল পুরস্কার মাটিতে পুতে রাখব → আমি আনন্দিত এ কারণে যে এটা আমার প্রথম
বিদেশে গমন।
- ঢাকা → মসজিদের শহর → এখন মুর্তির শহর।
- চুলের স্টাইল, নখ, দাড়ি
- ওবামা (রিপাবলিকান)→ আব্রাহাম লিংকন (যিনি একজন ডেমোক্রেট) এর বাইবেল ধরে শপথ গ্রহণ→ অভিষেকBreakfast টাও হয়েছে আব্রাহাম লিংকনের মেনু দিয়ে।
- আমাদেরকে যার যার Culture এর Ambesador হতে হবে।
- গত বছর (২০০৮) বাংলাদেশ পাশ্চাত্যে ৯,০০০,০০০ জিন্স
প্যান্ট রপ্তানি করে। অথচ আমদের দেশে মেয়েদের পোশাক কমছে।
- 15th SARC Conference এ বাংলাদেশ ও পাকিস্তান ছাড়া সকল রাষ্ট্র প্রতিনিধিগণই
রাষ্ট্রীয়, জাতীয় বা
ধর্মীয় পোশাক পরিধান করেছিল।
- রেডিও জকি (বা উপস্থাপক)-দের বাংলিশ ভাষা ব্যবহার।
(বাংলাকেও ইংরেজির আদলে)
- টক শো তে ইংরেজির ব্যবহার (এমনকি ভাষা দিবসের টক শো-
তেও)।
- ভাসা ভাসা ব্যবহার।
- বৈশাখে মঙ্গল শোভাযাত্রা।
- বিয়ের অনুষ্ঠান।
- বঙ্কিম ঢাকায় যখন প্রথম এলুম তখন দেখা পেলুম কাক, কুকুর এবং ম্রেছো (মুসলমান)। কিন্তু
আমরা এখন তাদের পরিচয়ে পরিচিত হই।
- মহিলা ফুটবল লীগ → প্রমিলা ফুটবল লীগ (প্রমিলা = ইন্দ্রের স্ত্রী)
- শিক্ষার দর্শনঃ মূর্ত থেকে বিমূর্ত, পরিচিত থেকে অপরিচিত। কিন্তু আমাদের
হয়েছে উল্টো- অ তে অজগর→অজগর আমাদের নিকট খুব একটা পরিচিত নয়। এর ফলাফলঃ ৬০০০
বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এর অবস্থান ৪৯৬৬ তম।
- গোড়ায় ভাঙন সৃষ্টির প্রক্রিয়া চলছে। পাশ্চাত্যে ভেঙে
গিয়েছে এবং আমাদের এখানে তারাই আবার প্রক্রিয়া চালাচ্ছে।
- Soft drink invented in USA to Banned Hard drinks . আর আমাদের দেশে এখন তা ফ্যাশনে
পরিণত।
- ব্যক্তিগতভাবে Role
Model হওয়া।
- ব্যপক দাওয়াতী কাজ। দাওয়াতী কাজের মাধ্যমেই মুসলমানেরা
চেংগিস খান হালাকু খানের মত হিংস্র মানুষের পরবর্তী বংশধরদের (মোঘল) বাবরের
মত শাসক তৈরি করেছিল।
- Media -তে নিয়ন্ত্রণ বৃদ্ধি।
No comments
Thank You For your Comments.