|
www.thinkpadbd.com |
আলোচনা
আদর্শ উপশাখার করনীয়
- ১. উপশাখার কর্মী ক্সবঠকে মাসিক পরিকল্পনা গ্রহন এবং ওয়ার্ড
সভাপতিকে দেখানো।
- ২. প্রতিমাসে কমপক্ষে ৪টি প্রোগ্রাম বাস্তবায়ন করা । এর
মধ্যে ১টি কর্মী বেঠক ও ১টি সামস্টিক পাঠ অবশ্যই আয়জন করা। অন্য দাওয়াতী
প্রোগ্রামের মাঝে কমপক্ষে যেকোন একটি প্রোগ্রামের (সাধারন সভা/চা-চক্র/ফল
চক্র/ সাধারন জ্ঞানের আসর) উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে নিম্নোক্ত সময় সুচীর দিকে
খেয়াল রাখা প্রয়োজন ।
- কোরআন তালিম মাসের ১ থেকে ৭ তারিখের মধ্যে ।
- সামস্টিক পাঠ মাসের ৭ থেকে ১৪ তারিখের মধ্যে ।
- সাধারন সভা মাসের ১৪ থেকে ২৭ তােিরখের মধ্যে।
- কর্মী বৈঠক মাসের ২৫ থেকে ৩০ তারিখের মধ্যে ।
- ৩. মাসের
প্রতি সোম বার ’দাওয়াতী বার
’ হিসেবে দাওয়াতী গ্রুপ বের করা ।
- ৪. মাসের
প্রথম সপ্তাহে কর্মী সমর্থক শুভাকাংখীদের নিকট থেকে বায়তুলমাল সংগ্রহ করে
ওয়ার্ড সভাপতির নিকট জমা দিয়ে রশিদ সংগ্রহ করা।
- ৫. উধর্বতন
সংগঠনের কোন প্রোগ্রাম থাকলে সেই কর্মসূচীতে সকল কর্মী -সমর্থককে যথাসময়ে
নিয়ে আসার ব্যবস্থা করা॥
- ৬. মাস
শেষে সকল কাজের রির্পোট তৈরী করে খাতায় উঠানো এবং উধর্বতন সংগঠনের মাসিক
দায়িত্বশীল বৈঠকে উপস্থিত হয়ে রিপোর্ট পেশ করা । এক কপি ওয়ার্ডে জমা দেয়া
এবং দায়িত্বশীল ভাই দের পর্যালোচনা ও পরামর্শ উপশাখা রেজিস্টার খাতায় নোট করে
দায়িত্বশীল ভাইয়ের স্বাক্ষর নেয়া।
- ৭. মাসিক
পরিকল্পনা কর্মীবৃদ্ধির জন্য টার্গেটকৃত সমর্থককে মাসের ১-৩ দিনের মধ্যেই
রিপোর্ট ফরম পৌছানো, মাসব্যাপী
তত্ত্বাবধান এবং মাসের শেষে ব্যক্তিগত রির্পোট তৈরীতে সহায়তা করা।
- ৮. প্রতি
মাসে পাঠাগারের বই বৃদ্ধির প্রচেস্টা এবং জনশক্তিকে নিয়মিত বই পড়তে উৎসাহিত
করা। সকল কর্মী সমর্থকের নিকট প্রতিমাসে কম পক্ষে একটি বই পৌছানো এবং একটি বই
পড়া হয়েছে কিনা তা খোজ খবর নেয়া ।
- ৯. উপশাখায়
প্রতিমাসে কমপক্ষে ৩ জন কর্মী ও ৭জন সমর্থক এবং ১জন শুভাকাংখী বৃদ্বি করা।
- ১০. উপশাখার
রেজিস্টার খাতা নিয়মিত সংরক্ষণ করা ।
- ১১. উপশাখার
প্রোগ্রামসমুহে উপস্থিত মেহমান বৃন্দের নাম ও দায়িত্ব কার্যবিবরনীতে উল্লেখ
করা । উপশাখার কয়েকটি নিয়মিত প্রোগ্রমের কর্মসুচী
ক. কর্মী বৈঠকঃ
- অর্থসহ কোরআন তেলাওয়াত ১০ মিনিট।
- ব্যক্তিগত রির্পোট পেশ,
মন্তব্য ও পরামর্শ ৩০মিনিট
- পরিকল্পনা গ্রহন ২০মিনিট।
- কর্ম বন্টন ২০মিনিট।
- সভাপতির বক্তব্য ও মোনাজাত ১০মিনিট।
খ.সামষ্ঠিক পাঠঃ
- অর্থসহ কোরআন তেলাওয়াত ৫মিনিট।
- নিদিস্ট বিষয় অথবা বইয়ের উপর আলোচনা ৪০মি
- বিবিধ বিষয়ে আলোচনা ১৫ মিনিট।
ঘ.কোরআন তা’লীম
- কোরআন তেলাওয়াত
- কোরআনের নিদিষ্ট অংশ মুখস্থ করানো
- দোয়া ও মোনাজাত
গ.
চা-চক্র/ফল-চক্র/সাধারন সভাঃ
- কোরআন তেলাওয়াত
- পারস্পারিক পরিচয়
- নির্দিষ্ট বিষয়ের উপর বক্তৃতা
- প্রশ্নোত্তর/সংগঠনের পরিচয় পেশ
- পরিচিতি বিতরন / আপ্যায়ন
- সমাপনী
No comments
Thank You For your Comments.