adsterra.com

ইসলামী নেতৃত্বের গুনাবলী- খুররম মুরাদ

ইসলামী নেতৃত্বের গুনাবলী- বই নোট, শিবিরের বই নোট, আলোচনা পিডিএফ, বই পিডিএফ

ইসলামী নেতৃত্বের গুনাবলী
খুররম মুরাদ

লেখক পরিচিতি-
তিনি ১৯৩২ সালে পাকিস্তানে জন্ম গ্রহন করেন। ইজ্ঞিনিয়ার ছিলেন উ.ঘ.উ বাঁধের রুপকার। হেরেম শরীফে তার নামে বাবে মুরাদ নামে একটি দরজা আছে। ইসলামী ছাত্র সংঘের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। ১৯৯৬ সালের ১৭ ই ডিসেম্বর ইন্তেকাল করেন।
বিষয়বস্তুঃ 
করাচীতে জামিয়াতুল ফালাহর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানেনেতা ও শিক্ষক হিসেবে নবী করিম (সাঃ)
শিরোনামে তার সীরাত ও আদর্শের আলোচনা করতে হয়। আর এ আলোচনা ই পরবর্তিতে বই আকারে বের হয়।

প্রথমতঃ
ইসলামী আন্দোলনে নেতার গুনাবলী কেমন হওয়া প্রয়োজন তা লেখক রাসুল (সাঃ) এর জীবনের আলোকে উপস্থাপন করেছেন। মুলতঃ রাসুল (সাঃ) এর নেতা হিসেবে কি গুনাবলী ছিল তাই তিনি তুলে ধরেছেন।

মুল বইটিতে ৫ টি অধ্যায়
  • রাসুল (সাঃ) এর আদর্শ।
  • রাসুল (সাঃ) এর দাওয়াত ও দাওয়াতের উদ্দেশ্য।
  • নবী পাক (সাঃ) এবং দাওয়াতে দ্বীন।
  • বিরুদ্ধবাদীদের সাথে রাসুল (সাঃ) এর আচরন।
  • আন্দোলনের সাথীদের সাথে রাসুল (সাঃ) এর আচরন।
প্রথম অধ্যায় 
রাসুল (সাঃ) এর আদর্শ।
  • ১- আদর্শ নেতা ও শিক্ষক।
  • ২- কোরআন ও সীরাতে রাসুলের (সাঃ) সম্পর্ক।
  • ৩- কোরআনে সীরাত অধ্যায়ের পন্থা। 
আদর্শ নেতা ও শিক্ষক।
  • ১- রাসুল (সাঃ) হলেন সিরাজাম মুনীরা -আহযাব-৪৬ নূহ-১৬ নাবা-১৩
  • ২- রুহ ও আত্মার জন্য পরিতুষ্টির  স্থান নেতা ।
  • ৩- আমল ও কর্মের জন্য আদর্শ।
  • ৪- আদর্শ শিক্ষক।
  • ৫- শিক্ষাদানই রিসালাতের বুনিয়াদী দায়িত্ব।
  • ৬- রাসুল (সাঃ) কে জীবন কাফেলার সেনাপতি বানাতে হবে

কোরআন ও সীরাতে রাসুলের (সাঃ) সম্পর্ক।
  • ১- সর্বোত্তম সীরাত গ্রন্থ হলো কোরআন মাজীদ।
  • ২- কুরআন সীরাতের নিখুত বর্ণনা আর সীরাত কুরআনের জীবন্ত মডেল।
  • ৩- কোরআন পড়তে হবে শব্দের পরিবর্তে আমলী জীবনে।
  • ৪- সীরাতের আলোচনা হবে কুরআনের আলোকে।

কোরআনে সীরাত অধ্যায়ের পন্থা।
  • কোরআনে যেসব হেদায়াত ও হুকুম এবং বিধান দেয়া হয়েছে , সেগুলো নবী (সাঃ) ও তার সাথী মুমিনদের বলা হয়েছে
  • যে সব স্থানেইয়া আইউহান্নাসআছে তা সমস্থ মানুষকে বুঝানো হয়েছে।
  • ঘটনাবলী যেখানে আছে সেখানেই সীরাতের আলোচনা।
  • কোরআন অধ্যয়নের মাধ্যমে আমরা দেখি রাসুল (সাঃ) ইজতিহাদ করেছেন।
দ্বিতীয় অধ্যায়

রাসুল (সাঃ) এর দাওয়াত ও দাওয়াতের উদ্দেশ্য।
  • ১. দাওয়াতের সম্পর্ক আল্লাহর সাথে -আলাক-১-৫ ইউনুস-৩৫
  • ২. আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয় - মুদ্দাস্সির।
  • ৩. আল্লাহর বন্দেগীর প্রাধান্য - আনআম -১০৩
  • ৪. মিথ্যা খোদাদের বিরুদ্ধে জিহাদ।
  • ৫. দাওয়াতের হেফাজত -ইউনুস-১৫
  • ৬. দাওয়াতের সকল অংগের প্রতি লক্ষ্যারোপ।
তিনটি পদ্ধতিতে দাওয়াত দানঃ
  • ১. আল্লাহর ভয় প্রদর্শন
  • ২. আল্লাহর নিকট ক্ষমা চাওয়া।
  • ৩. আল্লাহর সু-সংবাদ দেওয়া।
তৃতীয় অধ্যায়ঃ নবী পাক (সাঃ) এবং দাওয়াতে দ্বীন
গুরু দায়িত্বের অনুভুতি ও সার্বক্ষনিক ব্যাকুলতা।
  • ১. আল্লাহর কাজ মনে করার ধরন।
  • ২. মালিকের তত্বাবধানে।
  • ৩. মর্যাদা ও যিম্মাদারীর অনুভূতি।
  • ৪. দুর্বহ কালাম।
  • ৫. সার্বক্ষনিক ধ্যান ও পেরেশানী।
স্বীয় প্রস্তুতিঃ  এই কাজ গুলো করার জন্য
  • ১. কোরআনের সাথে নিবিড় সম্পর্ক।
  • ২. জ্ঞান লাভের তীব্র আকাংখা।
  • ৩. কিয়ামুল লাইল ও তারতীলুল কোরআন।
  • ৪. যিকরে ইলাহী।
  • ৫. সবর।
চতুর্থ অধ্যায়ঃ বিরুদ্ধবাদীদের সাথে রাসুল (সাঃ) এর আচরন
  • মৌখিক বিরোধীতা।
  • মোকাবিলা এবং জেহাদ
  • উত্তম নৈতিকতা।
  • মন্দের জবাব ভালো দিয়ে।
  • তায়িফের ঘটনা।
৫ম অধ্যায়ঃ আন্দোলনের সাথীদের সাথে রাসুল (সাঃ) এর আচরন।
  • রাউফুর রাহীম-
  • মর্যাদা অনুভূতি ও নিবিড় সম্পর্ক।
  • তালীম ও তাযকিয়া।
  • পর্যবেক্ষন ও ইহতেসাব।
  • যোগ্যতা ও সামর্থ অনুযায়ী আচরন।
  • কোমলতা ও সহজতা।
  • ক্ষমা ও মার্জনা।
  • বিনয়।
মনোবাসনাঃ সর্বশেষ লেখকের মনোবাসনা পেশের মাধ্যমে উপসংহার টানা হয়েছে।
তিনটি বিষয়ে রাসুল (সাঃ) গুরুত্ব দিতেন-
  • ১. মনোবৃত্তিতে ইখলাস।
  • ২. সম্পদ কোরবানীর প্রবল আগ্রহ।
  • ৩. জীবনের লক্ষ্যবিন্দু আখেরাত।
- সম্পদ কোরবানীর মাধ্যমে মনকে পরীক্ষা করা যায়।
- সম্পদ ব্যাতীত আন্দোলন চলেনা।


No comments

Thank You For your Comments.

Powered by Blogger.
(function(i,s,o,g,r,a,m){i['GoogleAnalyticsObject']=r;i[r]=i[r]||function(){ (i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o), m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m) })(window,document,'script','https://www.google-analytics.com/analytics.js','ga'); ga('create', 'UA-127411154-1', 'auto'); ga('require', 'GTM-WSRD5Q2'); ga('send', 'pageview'); (function(i,s,o,g,r,a,m){i['GoogleAnalyticsObject']=r;i[r]=i[r]||function(){ (i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o), m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m) })(window,document,'script','https://www.google-analytics.com/analytics.js','ga'); ga('create', 'UA-127411154-1', 'auto'); ga('require', 'GTM-WSRD5Q2'); ga('send', 'pageview');